হরতাল প্রত্যাখ্যানের আহ্বান

জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিআইএ প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 05:52 PM
Updated : 22 Nov 2015, 05:52 PM

যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর সোমবার জামায়াত সারাদেশে হরতাল ডেকেছে।

রোববার এক বিবৃতিতে হরতালের নিন্দা জানিয়ে শেখ কবির বলেন, ২০১৩ সালের দীর্ঘ দিন হরতালের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল এখনও তা কাটিয়ে উঠা সম্ভব হয়নি।

“দেশের ব্যবসায়ী মহল যে মুহূর্তে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই মুহূর্তে আইন অবমাননা করে মাননীয় কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের কোনো ভিত্তি নেই।”

“চলমান সঙ্কট উত্তরণে প্রতিটি রাজনৈতিক দলের উচিত যুক্তি ও আইনের মধ্যে থেকে হরতালকে পরিত্যাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া,” বলেন তিনি।