রবির ‘ইন্টারনেট প্লাসে’ সব সেবা একসঙ্গে

‘ইন্টারনেট প্লাস’ প্যাকেজ অফারের আওতায় একসঙ্গে ডেটা, টক টাইম ও এসএমএস বান্ডল অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 01:13 PM
Updated : 22 Nov 2015, 01:13 PM

প্যাকেজটি অ্যাক্টিভ করে গ্রাহকরা ইন্টারনেটসহ স্থানীয় যে কোনো অপারেটরে টকটাইম ও এসএমএস সেবা উপভোগ করতে পারবেন।

রোববার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ইন্টারনেট প্লাস প্যাকেজটি নেওয়া যাবে।

প্রতিদিনের প্যাকেজের আওতায় ১৩ টাকায় (ভ্যাট ও সম্পূরক শুল্কসহ) ৪৫ মেগাবাইট ডেটা, ১০ মিনিট টকটাইম ও ১০০টি এমএসএম উপভোগ করতে পারবেন গ্রাহকরা। *১৪০*২৫*১# কোড ডায়াল করে প্যাকেজটি চালু করতে পারবেন গ্রাহকরা।

সাপ্তাহিক প্যাকেজে ৮৮ টাকায় (ভ্যাট ও সম্পূরক শুল্কসহ) থাকছে ২০০ মেগাবাইট ডেটা, ৭০ মিনিট টকটাইম ও ৭০০টি এসএমএস। *১৪০*২৫*২# কোড ডায়াল করে প্যাকেজটি সচল করা যাবে।

২৭৮ টাকার (ভ্যাট ও সম্পূরক শুল্কসহ) মাসিক প্যাকেজে থাকছে ৭৫০ মেগাবাইট ডেটা, ২৮০ মিনিট টকটাইম ও ২ হাজার ৮০০টি এমএমএস। এই প্যাকেজ চালু করতে *১৪০*২৫*৩# কোড ডায়াল করতে হবে।

প্যাকেজ চালু করার পর *২২২*৮# ডায়াল করে টক টাইম ব্যালান্স, *২২২*১২# ডায়াল করে এসএমএস ব্যালান্স এবং ইন্টারনেট ব্যাল্যান্স চেক করার জন্য *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।