বিলম্বিত লেনদেনেও চাঙ্গা ডিএসই

কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হলেও নেতিবাচক প্রভাব পড়েনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 12:16 PM
Updated : 22 Nov 2015, 12:16 PM

বিলম্বিত হলেও পুরো চার ঘণ্টার লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। 

ত্রুটি সারার পর রোববার বেলা ১২টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন শেষে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে উঠে।

লেনদেন হয় ৪৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি । 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, ফার ক্যামিক্যাল ও এএফসিএগরো।

দিনের স্বাভাবিক লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল উর্ধ্বগতি।

রোববার দিন শেষে সিএসইতে লেনদেন আগের দিনে চেয়ে ৪ কোটি ৪১ লাখ টাকা বেড়ে ৩১ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।