বিনামূল্যে ওয়াই-ফাই পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

দেশজুড়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2015, 03:59 PM
Updated : 16 Nov 2015, 03:59 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অপারেটরটি।

এতে বলা হয়, এ বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে। পরীক্ষামূলক এই প্রকল্পের আওতায় তিন মাস বিনামূল্যে ওয়াই-ফাই সেবা নিতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।

অপারেটরটি জানায়, গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই ‘হটস্পট জোনে’ গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে "জিপি ওয়াইফাই" নামে একটি এসএসআইডি দেখতে পাবেন।

তাতে যুক্ত হওয়ার পর গ্রামীণফোন নম্বর দিয়ে নিবন্ধন করার পর গ্রাহকরা একটি এসএমএস পাবেন, যার মাধ্যমে তারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ‘আমরা নেটওয়ার্ক’ এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে বলে জানানো হয়।