বর্জ্য উৎপাদন শূন্যে নামিয়ে আনার ঘোষণা ইউনিলিভারের

বর্জ্য উৎপাদন শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশের চট্টগ্রাম কালুরঘাট কারাখানা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 05:25 PM
Updated : 12 Oct 2015, 05:25 PM

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় এই শাখাটি বিশ্বব্যাপী অন্যান্য শাখার সঙ্গে ‘শূন্য বর্জ্য উৎপাদনকারী লীগে’ যোগ দিয়েছে।

কর ‘ফাঁকি’ নিয়ে ইউনিলিভারের বক্তব্য

ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান বলেন “এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ফ্যাক্টরি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের উৎপাদনের প্রক্রিয়ায় প্রতিনিয়তই কিছু না কিছু নষ্ট হত-এটি তেল হতে পারে, কেমিকেল ও খাবার হতে পারে, এমনকি প্যাকেজিং ও হতে পারে।

“বছর জুড়েই ইউনিলিভারের কালুরঘাট ফ্যাক্টরিতে উৎপাদন খাতে অপচয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০১৫ সালে স্বপ্ন হয়ে আসে সত্যি, অতিরিক্ত ব্যবহৃত সবকিছুই পুনঃব্যবহার করা হয়, যা বর্জ্য হিসেবে আর ফেলে দেওয়া হয় না।” 

ইউনিলিভার বাংলাদেশ পরিবেশের উপর তাদের উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত বর্জ্যের প্রভাব কমিয়ে আনতে উৎসাহী বলে মনে করেন আমিনুল।

“উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য তৈরি কমানোর জন্য আমরা পানির ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছি। আমরা এখন কাজ করছি এনার্জির ব্যবহার এবং উৎপাদন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সৃষ্টি কমিয়ে আনতে।”