১৫ শতাংশ বোনাস লভ্যাংশই দেবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 01:38 PM
Updated : 12 Oct 2015, 01:38 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়।

এর আগে ২০১৪ সালের ২৭ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়।

২০ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদনের পর লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণও করা হয়।

কিন্তু পরিচালনা পর্ষদে বিরোধের জের ধরে একটি পক্ষের রিটের প্রেক্ষিতে আদালত কোম্পানির ১০ম এজিএমকে অবৈধ ঘোষণা এবং ২০১৫ সালের অক্টোবরের মধ্যে এজিএম অনুষ্ঠানের নির্দেশ দেন।

আদালতের রায়ের প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ আবার বসে পূর্বঘোষিত ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশই সুপারিশ করেছে।

নতুন করে ২৯ অক্টোবর ১০ম বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

ওই দিন বেলা সোয়া ১১টায় গাজীপুরের কোনাবাড়ির কোম্পানির কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট রাখা হয়েছে ১৩ অক্টোবর।

ইতোমধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ১৩ অক্টোবর কোম্পানি ও ডিপোজিটর রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম উল্লেখ থাকবে তারাই এজিএমে অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া জাহিদুল হককে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।