দরপতনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 10:24 AM
Updated : 8 Oct 2015, 10:24 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮১ পয়েন্টে নেমেছে।

লেনদেন আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৯২ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ৩৬০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, জিপি, ট্রাস্ট ব্যাংক ও সাইফ পাওয়ার।

সিএএসপিআই সূচক

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৪ কোটি ৭১ লাখ টাকা কমে ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৭০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।