পোশাক শিল্পের উন্নতিতে জার্মানিকে পাশে পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর

আগামী ছয় বছরের মধ্যে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারের নেওয়ার আশা জানিয়ে সেই লক্ষ্য অর্জনে জার্মানিকে পাশে পেতে চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 04:12 PM
Updated : 7 Oct 2015, 04:12 PM

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলারকে সঙ্গে নিয়ে বুধবার গাজীপুরে সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার ডিবিএল গ্রুপের কারখানা পরিদর্শনের সময় এই প্রত্যাশা করেন তিনি।

গাজীপুরের কাশিমপুর শিল্প এলাকায় জার্মানি, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে কাশিমপুরে একটি মিনি ফায়ার স্টেশনও উদ্বোধন করেন দুই মন্ত্রী।

তোফায়েল বলেন, “বাংলাদেশের তৈরী পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৫০ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করবে।

“বাংলাদেশে তৈরি পোশাকের সহযাত্রী হিসেবে জার্মান পাশে থাকবে। এ বিষয়ে আমরা জার্মানির সহযোগিতা পাব।”

কারখানা ঘুরে দেখে গার্ড মুলার বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে ইতোমধ্যে একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে।

তিনি ডিবিএল কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বন্দোবস্তু দেখে সন্তোষ প্রকাশ করেন।

মিনি ফায়ার স্টেশনের উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রীর কাছে একটি গাড়ি হস্তান্তর করেন জার্মান মন্ত্রী।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই স্টেশনের জন্য গাড়ি ও প্রশিক্ষণ দেবে জার্মানি, প্রয়োজনীয় পরিষেবা দেবে ডিবিএল এবং লোকবল দেবে ফায়ার ব্রিগেড।