দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 10:45 AM
Updated : 7 Oct 2015, 10:45 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৮০০ পয়েন্টে নেমেছে।

লেনদেন আগের দিনের চেয়ে ১৭ কোটি ১৪ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, ফার কেমিকাল, জিপি, লাফার্জ সুরমা সিমেন্ট ও ব্র্যাক ব্যাংক।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে প্রায় কোটি টাকা। আগের দিনের চেয়ে ৯৮ লাখ ৫৬ হাজার টাকা বেড়ে হাতবদল হয়েছে ৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ১০৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির।