ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠায় আইনের খসড়ায় সায়

ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠন বিষয়ে আইনের খসড়ায় অনুমোদন দিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 01:38 PM
Updated : 6 Oct 2015, 01:38 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় অনুমোদন দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে আইনের চূড়ান্ত অনুমোদনের আগে স্টেকহোল্ডারদের মতামত নেবে কমিশন। খসড়া আইনের ওপর মতামত দেওয়ার জন্য শিগগিরিই তা বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠিত হলে স্টক এক্সচেঞ্জের লেনদেন এক দিনেই নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে অন্যান্য নতুন প্রডাক্ট যেমন ডেরিভেটিভস্ ও কমোডিটিও চালু করা সম্ভব হবে।

দীর্ঘদিন ধরেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠার কথা বলে আসছে।

২০১৩ সালের আগস্ট মাসে একটি স্বতন্ত্র ক্লিয়ারিং কোম্পানি গঠনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ক্লিয়ারিং কোম্পানি পরিচালনার জন্য উভয় স্টক এক্সচেঞ্জ একই সফটওয়্যার ব্যবহার করবে।