সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওর লটারির ফল প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 01:28 PM
Updated : 6 Oct 2015, 01:28 PM
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

এএফসি ক্যাপিটালের সহকারী ব্যবস্থাপক আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়ে। চাহিদার তুলনায় ১৬ গুণ বেশি আবেদন জমা পড়ায় লটারি করা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয এবং শেষ হয় ১৪ সেপ্টেম্বর।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রি‌মিয়ামে মোট ২০ টাকা বরাদ্দ মূল্যে শেয়ার ইস্যু করে। আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৬০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।