জ্বালানি-পরিবহন খাতে আগ্রহী স্পেন

বাংলাদেশের জ্বালানি ও পরিবহন খাতে কাজের আগ্রহ দেখিয়েছে স্পেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 01:27 PM
Updated : 6 Oct 2015, 01:27 PM
মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক যৌথসভায় ইউরোপের দেশটির বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান ইসাক মার্তিন বারবেরো পরিবেশ নিয়ে আগ্রহের কথাও জানান।

বারবেরো বলেন, “বাংলাদেশের জ্বালানি, পরিবহন এবং পরিবেশ খাতে আমাদের কোম্পানিগুলো কাজ করতে পারে।”

আইসিইএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মহাপরিচালক বারবেরো দুদিনব্যাপী বাংলাদেশ-স্পেন বহুপাক্ষিক অংশীদারিত্ব সভায় তার দেশের নেতৃত্ব দিচ্ছেন। এ ধরনের সভা এবারই প্রথম।

সভায় বিদ্যুতৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “আজকেরএই সভা বাংলাদেশ-স্পেনের অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতার প্রতিফলন। আমরা চাই, এ সম্পর্ক আরও এগিয়ে যাক।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও স্পেনের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও এনজিও প্রতিনিধিরাও ছিলেন অনুষ্ঠানে।