পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 01:15 PM
Updated : 6 Oct 2015, 01:15 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে উঠেছে।

লেনদেন আগের দিনের চেয়ে ৩০ কোটি ২১ লাখ টাকা বেড়ে ৪১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা,সিইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও জিপি।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ১১ কোটি ২৫ লাখ টাকা বেড়ে হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২১ পয়েন্টে উঠে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর।