দেশে নতুন গাড়ির বিক্রি বেড়েছে: কারমুডি

বাংলাদেশে নতুন গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশে অনলাইনে গাড়ি বেচাকেনার মাধ্যম কারমুডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 05:50 PM
Updated : 6 Oct 2015, 12:42 PM

সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে গাড়ির অর্থায়ন’ (কার ফাইনান্সিং ইন বাংলাদেশ) শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ দাবি করে সংস্থাটি।

গবেষনায় বলা হয়, “বিদেশি বিনিয়োগ নিয়ে বাঁধা কমায় শিল্প খাতে প্রবৃদ্ধি হচ্ছে ও চাকরি খাত শক্তিশালী হয়ে ওঠায় মানুষের কর্মসংস্থান বাড়ছে। যা নতুন গাড়ি বিক্রির উঠতি প্রবণতায় ভূমিকা রাখছে।”

বাংলাদেশি অটো আমদানি বিশেষজ্ঞরা ২০১৯ সালে গাড়ির বিক্রি ৩৮.৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বলে জানানো হয় প্রতিবেদনে।

কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জয়াও পেডরো প্রিন্সিপে, ব্র্যাক ব্যাংকের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড রিটেইল প্রোডাক্টস অ্যান্ড কালেকশান্স মোসলেহ সাদ মাহমুদ, প্রোগ্রেস মোটরস এর ডিরেক্টর হাফিয উদ্দিন শামস ও বাংলাদেশের প্রথম ফর্মুলা ৪ রেসার মাহফুজুর রহমান তুষার বক্তব্য রাখেন।