শেয়ার কেলেঙ্কারি: বাদীকে গ্রেপ্তারে পরোয়ানা

শেয়ারবাজার কেলেঙ্কারির মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় বাদীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 12:17 PM
Updated : 5 Oct 2015, 12:17 PM

সোমবার পুঁজিবাজার নিয়ে মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনালের বিচারক হুমায়ুন কবীর এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত বাদী মাহবুবুর রহমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক। তিনি ২০০০ সালের সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্টের (সাবনিকো) শেয়ার কেলেঙ্কারির ঘটনায় করা মামলার বাদী।

সোমবার আদালতে তার সাক্ষ্য দেওয়ার দিন নির্ধারিত ছিল।

বিএসইসির আইনজীবী মাসুদ রানা মাহবুবুর রহমানের সময় চেয়ে আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর আবেদনে মামলার আসামি ও সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন বিচারক।

আদেশের পর বিএসইসির আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের বলেন, “শেয়ারবাজার কারসাজির অভিযোগে দায়েরকৃত স্থগিত মামলার বিষয়ে মাহবুবুর রহমান হাইকোর্টে গিয়েছেন। যে কারণে তিনি আদালতে আসতে পারেননি। তাই সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করে ওয়ারেন্ট জারি করেছেন।”