দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

সপ্তাহের প্রথম দিন দরপতনের পর দিন ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 11:06 AM
Updated : 5 Oct 2015, 11:11 AM

সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩২ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি ৮২ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, জিপি, স্কয়ার ফার্মা ও ফার ক্যামিকাল।

সোমবার সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩৩ লাখ টাকা বেড়ে হয়েছে ২২ কোটি ৮২ লাখ । সার্বিক সূচক সিএএসপিআইও ৪৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।

রোববার ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৫ পয়েন্টে নামে। লেনদেনও ৮৭ কোটি ৪০ লাখ টাকা কমে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

আর সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩ কোটি ৯৬ লাখ টাকা কমে ২২ কোটি ৪৮ লাখ টাকা শেয়ার হাতবদল হয়।

সিএএসপিআইও ১০৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে নামে।