দুই পুঁজিবাজারেই দরপতন

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 09:46 AM
Updated : 4 Oct 2015, 09:46 AM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৫ পয়েন্টে নামে।

লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৪০ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ফার ক্যামিকাল, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা,  সামিট এলায়েন্স পোর্ট ও স্কয়ার ফার্মা ।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৩ কোটি ৯৬ লাখ টাকা কমে হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।