ইবনে সিনার শেয়ার বিক্রি করবেন এক উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনার এক উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 09:05 AM
Updated : 4 Oct 2015, 09:05 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উদ্যোক্তা আয়েশা জেরিন তার হাতে থাকা ইবনে সিনার ২৪ হাজার ৯৪৮টি শেয়ার বিক্রি করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব শেয়ার বিক্রি হবে।

ইবনে সিনার ২২ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। কোম্পানির ৪৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ৯ দশমিক ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৪৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

১৯৮৯ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।