জামালপুরে বহুমুখী পাটপণ্যের মেলা

সোনালী আঁশ খ্যাত পাটের ঐতিহ্য ফেরাতে পাটজাত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে জামালপুরে মেলা বসেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 11:46 AM
Updated : 2 Oct 2015, 11:46 AM

শুক্রবার সকালে শহরের বৈশাখী মেলার মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলার উদ্বোধ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থেকে পাটকলগুলো ধ্বংস করেছিল। বর্তমান সরকার পাটকে মহামূল্যবান ফসলে পরিণত করার কাজ করছে। পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।

পাট আইন কার্যকরের মাধ্যমে সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা আজম।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল আনোয়ার, জুট ডাইভারসিফিকেশন সেন্টারের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব নাছিমা বেগম, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী ও জুট ডাইভারসিফিকেশন সেন্টারের মার্কেটিং বিভাগের পরিচালক সীমা বোস অধরা ।

এর আগে মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

মেলায় মোট ৪২টি স্টলে পাটের তৈরি কাগজ, অফিস সরঞ্জাম, বিভিন্ন ধরনের ব্যাগ, পাটের সুতা, নার্সারি পণ্য, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের শো-পিস, গৃহস্থালি সামগ্রী ও বাহারি পণ্য স্থান পেয়েছে।