চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড

চট্টগ্রাম বন্দরে একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার ওঠা-নামার রেকর্ড হয়েছে বৃহস্পতিবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2015, 05:22 PM
Updated : 11 Sept 2015, 05:22 PM

শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার একদিনে পণ্যবাহী ও খালি মিলে মোট সাত হাজার ৮০২ টিইইউএস  কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে চলতি বছরের ৩০ মে একদিনে সর্বোচ্চ সাত হাজার ৪০৩টি ইইউএস কন্টেইনার ওঠা-নামা করা হয়।

একদিনে এত বেশি সংখ্যাক কন্টেইনার ওঠা-নামার বিষয়ে জানতে চাইলে জাফর আলম বলেন, “বন্দরে খালি কন্টেইনার জমে গিয়েছিল। কিছু পদক্ষেপ নেওয়ার পর বন্দরে থাকা খালি কন্টেইনারের সংখ্যা নয় হাজার থেকে সাড়ে চার হাজারে কমে এসেছে।”

“বন্দর জেটিতে খালি কন্টেইনার কমায় যন্ত্রপাতি চলাচল এবং কন্টেইনার ওঠা-নামার জন্য পর্যাপ্ত স্থান পাওয়া গেছে। এছাড়া একই সময়ে জেটিতে জাহাজ থাকা এবং দিনের বেলায় কাজের পরিমাণ বেশি হওয়ায় হ্যান্ডলিং বেশি হয়েছে।”

চট্টগ্রাম বন্দরের জেটিগুলোতে মোট ১৯টি জাহাজ আছে বলে জানান জাফর আলম।