সপ্তাহ শেষে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 11:46 AM
Updated : 3 Sept 2015, 11:46 AM

বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে  (ডিএসই) বুধবারের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা বেশি লেনদেন হয়ে প্রায় পাঁচশ কোটি টাকায় উঠেছে। বেশির ভাগ শেয়ারের দরও বেড়েছে। তবে প্রধান সূচক বেড়েছে সামান্য, ১ দশমিক ৮৪ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ১০ কোটি টাকা। সার্বিক সূচক বেড়েছে ৭ দশমিক ৪১ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৭৬ টাকা বা ৪৩ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- আমান ফিড লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইবনে সিনা।

বৃহস্পতিবার সিএসইতে ৩৮ কোটি ৭১ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। বুধবার হয়েছিল ২৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির, দর কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।