বাংলাদেশে বিনিয়োগ টানতে লন্ডনে হবে রোড শো

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে লন্ডনে দুদিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো’র আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 06:37 PM
Updated : 2 Sept 2015, 06:37 PM

লন্ডনের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর এই রোড শো হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদসহ বাংলাদেশে কার্যক্রম

পরিচালনাকারী বিভিন্ন বিদেশি ব্যাংকের কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেবেন বলে উদ্যোক্তরা জানিয়েছেন।

বুধবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফে এক সংবাদ সম্মেলনে রোড শো সম্পর্কে বিস্তারিত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান।

রোড শোতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, এনবিআর, এফবিসিসিআই, পর্যটন করপোরেশন, বাংলাদেশ ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৭০ জনের মতো প্রতিনিধি বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে উৎসাহ সৃষ্টি করাই এই রোড শোর লক্ষ্য।

হাই কমিশনার বলেন, তারা ইউরোপীয় বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন, যারা বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের জন্য রোড শোতে আসবেন।

২০১৩ সালে একই ধরনের একটি রোড শো করেছিলেন জানিয়ে তিনি বলেন, ওই রোড শোর ফলে শুধু ২০১৪ সালে বাংলাদেশে ১৮ কোটি পাউন্ড বিনিয়োগ আকর্ষণ করেন তারা।

এবার কয়েকশ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে পুঁজিবাজার ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।