অভ্যন্তরীণ ফ্লাইটে লোকসানে বিমান, লাভ আন্তর্জাতিকে

গত অর্থবছরে বিমান অভ্যন্তরীণ ফ্লাইটে ১১ কোটি ৩৯ লাখ টাকা লোকসান দিয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:16 PM
Updated : 2 Sept 2015, 01:16 PM

তবে এই সময়ে বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে লাভ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেমন।

রাজশাহীর সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে বুধবার সংসদে এই তথ্য জানান তিনি।

২০১৪-১৫ অর্থবছরে আন্তর্জাতিক ফ্লাইটে বিমান ২৩৩ কোটি ৫ লাখ টাকা লাভ করেছে। এর আগের দুই অর্থ বছরে লোকসান গুনতে হয়েছিল।

২০১২-১৩ অর্থবছরে বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে ২৮৫ কোটি ৬৩ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৯৮ কোটি ৮০ লাখ টাকা লোকসান হয়।

অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে ২ কোটি ৮০ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরে ৮৬ লাখ টাকা লোকসান হয়।

মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরে নিরীক্ষিত হিসাব অনুসারে বিমানের পাওনার পরিমাণ ৩৮৫ কোটি ৮০ লাখ টাকা এবং দেনার পরিমাণ ২ হাজার ৩৩৪ কোটি ৩৬ লাখ টাকা।