আশুগঞ্জে অ্যামোনিয়া প্ল্যান্ট বসাবে সাইফ পাওয়ার

আশুগঞ্জ সার ও কেমিকেল কোম্পানির অ্যামোনিয়া প্ল্যান্ট তৈরি করবে সাইফ পাওয়ারটেক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:22 AM
Updated : 2 Sept 2015, 11:22 AM
এজন্য দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য এসেছে।

চুক্তি অনুযায়ী, সাইফ পাওয়ারটেক আশুগঞ্জ অ্যামোনিয়া প্ল্যান্টের বর্তমান স্টার্ট আপ হিটারের স্থলে নতুন স্টার্ট আপ হিটার প্রতিস্থাপন ও চালু করবে।

৪০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৭৭ টাকায় সাইফ পাওয়ার টেক অ্যামোনিয়া প্ল্যান্টটি প্রতিস্থাপন করে দেবে। 

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক আশা করছে, এ চুক্তির ফলে তাদের মুনাফা ১০ থেকে ১২ শতাংশ বাড়বে।