অবৈধ আইএসপির বিরুদ্ধে অভিযানে যাচ্ছে বিটিআরসি

লাইসেন্সবিহীন বা অবৈধ ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি মাস থেকে অভিযান শুরু করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:16 AM
Updated : 2 Sept 2015, 11:16 AM

বুধবার বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সব ইন্টারনেট ব্যবহারকারীদের সংযোগ কেবলমাত্র লাইসেন্সধারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের থেকে নিতে এবং অবৈধ প্রতিষ্ঠান শনাক্তে সহায়তার অনুরোধও জানিয়েছে বিটিআরসি।

পাশাপাশি বৈধ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের তালিকা দেখে ইন্টারনেট সংযোগ ও সেবা গ্রহণেরও পরামর্শ এসেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী ইন্টারনেট সেবায় স্থাপনা নির্মাণ অথবা যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করার জন্য বিটিআরসি থেকে লাইসেন্স নিতে হয়।

তবে এই আইন অমান্য করে বিভিন্ন নামে-বেনামে, পাড়া-মহল্লায় লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে উঠা এবং অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০১০) অনুযায়ী লাইসেন্সবিহীন টেলিযোগাযোগ বা ইন্টারনেট সেবা দেওয়া অপরাধ এবং এর জন্য অনধিক ৩০০ কোটি টাকা জরিমানা এবং ১০ বছরের কারাদণ্ড এবং উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।