সূচক বাড়ার দিনে পড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:04 AM
Updated : 2 Sept 2015, 11:04 AM

বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৪ পয়েন্ট হয়েছে।

দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৪৮ কোটি ৮২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি ৫১ লাখ টাকা কম। 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- আমান ফিড, স্কয়ার ফার্মা, ইমারলেড ওয়েল, খান ব্রাদার্সওভেন ব্যাগ এবং ইউনাইটডে পাওয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৪ পয়েন্ট।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টি কোম্পানির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।