ওয়ালটনের পণ্য আমদানিতে আগ্রহ ভুটানের

ওয়ালটনের পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 03:47 PM
Updated : 31 August 2015, 03:47 PM

সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রোববার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শনের সময় তিনি আগ্রহ প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, “ভুটানের বাজারে ওয়ালটন পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।”

ভূটানের বাজারে ওয়ালটনের পণ্য রপ্তানি হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

পেমাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোও সবকিছু নিজেরা তৈরি করে না। কিন্তু ওয়ালটন একই কমপ্লেক্সে সবকিছু তৈরি করছে, যা প্রশংসার দাবি রাখে।

“ভুটানের ব্যবসায়ীরা আরো বেশি ওয়ালটন পণ্য নিতে আগ্রহী। ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য ভুটানের বাজার উন্মুক্ত। ওয়ালটন চাইলে সেখানে ‘অ্যাসেন্বলিং প্ল্যান্ট’ করতে পারে।” 

কারখানা পরিদর্শনের সময় ওয়ালটনের পরিবেশক স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেডের (এসটিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ইয়েশী সেলডেন বলেন, “শুধু টেলিভিশন নয়, এখন থেকে ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল, হোম অ্যাপ্লায়েন্সসহ অন্যান্য পণ্যও ব্যাপক পরিমাণে ভুটানের বাজারে প্রবেশ করবে।”

এসময় ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম রেজাউল আলম, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, আব্দুল কাদের, এসএম শাহাদাত আলম ও ভুটান দূতাবাসের ট্রেড কাউন্সিলর ইয়নটেন জিয়ামশু উপস্থিত ছিলেন।