চট্টগ্রামের চড়া বাজারে কম দামের সবজিতে ভিড়

চট্টগ্রামে বেশির ভাগ সবজির দাম শতকের ঘরে পৌঁছে যাওয়ায় সবচেয়ে কম দামের সবজি কিনতে কাঁচা বাজারে ভিড় জমাচ্ছে মানুষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 01:45 PM
Updated : 28 August 2015, 01:45 PM

বেশির ভাগ সবজি যখন ৫০ টাকা থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে, তখন কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকায়।

শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, কমদামের সবজি কিনতে মানুষ ভিড় করছে আলু, কচু, কুমড়া, লতি ও পেঁপে বিক্রেতাদের কাছে।

দামের হিসাবে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় খুব একটা হেরফের হয়নি।

সকালে রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও একই দামে বিক্রি হচ্ছে প্রায় সব সবজি।  

শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি, আর করলা ৭০ টাকায়, কাকরোল ৮০ টাকায়, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকায়, বেগুন ৫০ টাকায় এবং টমেটো ৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্চে।

বাজারে সব চেয়ে কম টাকায় বিক্রি হচ্ছে আলু; ২২ থেকে ২৪ টাকা দরে। এছাড়া পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, কচু ও লতি ৩০ টাকা দরে।

রেয়াজউদ্দিন বাজারে কথা হয় বাজার করতে আসা পোশাক শ্রমিক জোবাইদার সঙ্গে।ৎ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজারে বেশি দামের কারণে বেশির ভাগ সবজি কেনা দায় হয়ে পড়েছে। আলু, কচু, লতি ও কুমড়া ছাড়া অন্য সবজি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি।”

বাড়তি দামের সবচির মধ্যে কাঁচামরিচের দাম দাম বেড়েছে। গত সপ্তাহে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ শুক্রবার বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।

বাজারে সবজি দামের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা অতিবৃষ্টি ও বন্যাকে দায়ী করছেন।

রিয়াজউদ্দিন বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. মোমিন বলেন, চট্টগ্রামে আলু, কচু ও মিষ্টি কুমড়ার চাষ ভালো হয়। তাই এগুলোর দাম অন্য সবজির তুলনায় কম। 

সবজির মতো মাছ ও ব্রয়লার মুরগির দামেও কোনও হেরফের হয়নি।

রুই মাছ বিক্রি হচ্ছিল ১৮০ থেকে ২৬০ টাকা, লইট্টা মাছ ৮০ টাকা থেকে ১২০ টাকা এবং তেলাপোয়া ১৪০ থেকে ২০০ টাকা কজি দরে বিক্রি হচ্ছিল।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে।