শেয়ারবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 11:04 AM
Updated : 27 August 2015, 11:04 AM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৩ পয়েন্ট হয়।

দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪২১ কোটি ৫৯ লাখ টাকায, যা আগের দিনের চেয়ে ১০ কোটি ১৭ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস,  এসপিসিএল এবং লাফার্জ সুরমা।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৭৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয় ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দর।