বাজারে নতুন হ্যান্ডসেট ‘হ্যালিও এস ওয়ান’

গ্রামীণফোন এবং এডিসন গ্রুপ যৌথ উদ্যোগে ‘হ্যালিও এস ওয়ান’ নামে চতুর্থ প্রজন্মের একটি হ্যান্ডসেট বাজারে এনেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 04:18 PM
Updated : 25 August 2015, 07:53 PM

১৮ হাজার টাকার এই সেটের সঙ্গে গ্রামীণফোনের ইন্টারনেট ডাটা অফার রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ফিউচার পার্কের গ্রামীণফোন সেন্টারে এডিসন গ্রুপ এবং গ্রামীণফোন এর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়।

“হ্যান্ডসেটটিতে গ্রামীণফোনের যে কোন প্রি-পেইড অথবা পোস্টপেইড কাস্টমার, সিম ট্যাগ করার সঙ্গে সঙ্গেই পাবেন ৫০০ এমবি ফ্রি ডাটা। পরবর্তীতে আরও ৫০০ এমবি ডাটা ৯৯ টাকায় এবং ৪ জিবি ডাটা পাবেন ৩৫০ টাকায়।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোর জি যোগাযোগ সক্ষমতা এবং ৬৪ বিট প্রসেসরের হ্যান্ডসেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি অ্যামোলেড এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, হাইব্রিড ডুয়াল সিম, ২৪০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।