পুঁজিবাজারে লেনদেনে উন্নতি

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে, তবে বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 10:25 AM
Updated : 25 August 2015, 10:25 AM

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৩ পয়েন্ট হয়েছে।

দিন শেষে দেখা যায়, মোট লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ২০ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল-  স্কয়ার ফার্মা, লাফার্জ সিমেন্ট, এসপিসিএল, এপেক্স ট্যানারি ও ইউপিজিডিসিএল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দর।