রেমিটেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সম্মাননা

২০১৪ সালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ‍৩১ জন এবং দুটি এক্সচেঞ্জ হাউজকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 04:22 PM
Updated : 2 August 2015, 04:22 PM
শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০১৪’ অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান এ সম্মাননা তুলে দেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান ব্যাংকিং খাতকে প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান গভর্নর।

তিনি বলেন, “যাদের অদক্ষ শ্রম দিয়ে আমাদের অর্থনীতি চলছে, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে নিঃসন্দেহে আরও বেশি রেমিটেন্স আসবে।”

রেমিটেন্স বিষয়ে প্রবাসীদের কোনো অভিযোগ থাকলে তা সরাসরি বাংলাদেশ ব্যাংককে জানানোর পরামর্শ দেন গভর্নর।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাও বক্তব্য রাখেন।