বাংলাদেশে জাপানের ‘কাউ বিউটি সোপ’

জাপানের বিশ্ববিখ্যাত ‘কাউ বিউটি সোপ’ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এটি বাজারজাত করছে মিসমি কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 05:10 PM
Updated : 1 August 2015, 05:10 PM

শনিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে সংবাদ সংবাদ সম্মেলন করে বিশ্বব্যাপী প্রথমসারির সাবান হিসেবে পরিচিত ‘কাউ বিউটি সোপ’র বাজারজাতকরণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাজারজাতকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুল তাহমিদ জানান, কাউ বিউটি সোপ তৈরিতে ব্যবহৃত হয় বিশুদ্ধ ও সর্বোচ্চমানের ‘সেপোনিফিকেশন’ প্রযুক্তি।

এক প্রশ্নের তিনি জানান, গরুর বিশুদ্ধ দুধ ও ‘কাউ-ফ্যাট’ দিয়ে তৈরি প্রতিটি ১৩৫ গ্রাম ওজনের সাবানের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা।

আগামীতে কাউ ব্র্যান্ড সোপ কিয়োশিনশা কোম্পানি লিমিটেডের তৈরি লিকুইড বডি ওয়াশ, লিকুইড হ্যান্ড সোপ, ফেইস ওয়াশ, মেকআপ রিমুভার, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ট্রিটমেন্টস্‌, বাথ এজেন্টস্‌ এবং শেভিং ক্রিমসহ বিভিন্ন পণ্য বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হবে বলে জানান মঈনুল তাহমিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউ ব্র্যান্ড সোপ কিয়োশিনশা কোম্পানির প্রেসিডেন্ট তেইজি মিয়াজাকি।

কাউ ব্র্যান্ড সোপ কোম্পানি ১৯০৯ সাল থেকে নানা প্রসাধনী সামগ্রী উৎপান করছে।