ডিএসইতে সূচকে উন্নতি, লেনদেন কম

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক খানিকটা বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 12:17 PM
Updated : 30 July 2015, 01:03 PM

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৩৭ লাখ টাকা কম। বুধবার এ বাজারে ৬৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, গ্রামীণফোন, ফার কেমিক্যাল এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সিএসইতে ৬১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই  ৬২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির দর।