দরপতন পুঁজিবাজারে

টানা দুই দিন পতনের পর আগের দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও বুধবার ফের নিম্মমুখী ধারায় ফিরেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 12:15 PM
Updated : 29 July 2015, 12:15 PM

প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে (চট্টগ্রাম স্টক একচেঞ্জ) কমেছে ৬৫ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৬৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮৯ কোটি ৮৮ লাখ টাকা কম।

আগের দিন এ বাজারে ৭২০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, এমজেএলবিডি, ফ্যামিলিটেক্স বিডি, ইউনাইটেড এয়ারওয়েজ, ফার কেমিক্যাল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এদিন সিএসইতে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসআইপিএ  ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।