ইডটকোর গ্রুপ সিইও ঢাকায়

মোবাইল ফোন টাওয়ার কোম্পানি ইডটকোর গ্রুপ সিইও সুরেশ সিধু দুদিনের সফরে ঢাকা এসেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:06 PM
Updated : 28 July 2015, 04:06 PM

মঙ্গলবার ইডটকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় বাংলাদেশে মোবাইল ফোন টাওয়ার ব্যবস্থাপনা ব্যবসার সম্ভাবনা ও সুযোগ সর্ম্পকে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইডটকো বাংলাদেশ লিমিটেড মালয়েশিয়া-ভিত্তিক আজিয়াটা গ্রুপের অংশীদারি প্রতিষ্ঠান, যেটি ৫টি দেশে মোবাইল ফোন ও নেটওয়ার্ক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০১৩ সালের জুনে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

বাংলাদেশে ইডটকো রবির সাথে অংশীদারির ভিত্তিতে কাজ করছে। রবির বর্তমান ৬ হাজার ৭০০ বিটিএসের মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি টাওয়ার পরিচালনার পাশাপাশি পরোক্ষ অবকাঠামো সেবাও দিচ্ছে কোম্পানিটি।

ইডটকো গ্রুপ একটি সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠমো সেবাদানকারী কোম্পানি, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাওয়ার, এনার্জি, ট্রান্সমিশন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ সব ধরণের অবকাঠামো সেবা দিয়ে থাকে।