বিএসআরএম যাচ্ছে ‘এ’ শ্রেণিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ‘এ’ শ্রেণিভুক্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2015, 01:32 PM
Updated : 22 July 2015, 01:32 PM

বৃহস্পতিবার থেকে নতুন শ্রেণিতে অন্তর্ভুক্তি কার্যকর হবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করে।

এ কারণে কোম্পানিটি ‘এন’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত হচ্ছে।

নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ‘এন’ শ্রেনিতে অন্তর্ভুক্ত হয়। এরপর যদি কোম্পানিটি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করে তাহলে পরবর্তী অর্থবছরের জন্য ‘এ’ শ্রেণিভুক্ত হয়।

তবে ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে তা ‘বি’ এবং লভ্যাংশ না দিলে ‘জেড’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়।