‘অপমানিত’ মুক্তিযোদ্ধার হোটেলকক্ষে আত্মহত্যা

রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে বিষ খেয়ে এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 05:04 PM
Updated : 7 July 2015, 06:01 PM

আইয়ুব খান (৬২) নামে ওই মুক্তিযোদ্ধা চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ৪০৪ নম্বর কক্ষের দরজা ভেঙে আইয়ুব খানকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

৭ জুন থেকে আইয়ুব খান ওই হোটেলে ছিলেন।

এসআই মামুন ফরাজী জানিয়েছেন, ওই কক্ষ থেকে চার পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে আত্মহত্যার কারণও উল্লেখ রয়েছে।

চিরকুটে লেখা রয়েছে- “চট্টগ্রাম দক্ষিণ ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ড ঘোষণা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে   মাছ, শুঁটকি ও টাকা দেওয়ার পরও তিনি ইউনিট কমাণ্ড ঘোষণা করেননি। তাকে (সচিব) দেওয়া টাকা ফেরত চাইতে তার বাসায় গেলে আমাকে গলা ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আত্মহত্যা করলাম।”

এছাড়াও আরও অনেক বিষয় ওই চিরকুটে লেখা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সচিব এম এম হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফোন ধরেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও।

আইয়ুবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।