একুশে অগাস্ট মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ

একুশে অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 04:32 PM
Updated : 7 July 2015, 04:32 PM

রাষ্ট্রপক্ষের এই দুই সাক্ষীরা হলেন- পুলিশের উপপরিদর্শক আবুল কাশেম এবং মমিনুল হক।

মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে সাক্ষ্য দেন তারা।

এ রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার ১৬১ এবং ১৬২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তারা।

পরে ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর বুধবার সকাল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন। ওইদিন রাষ্ট্রপক্ষের নতুন সাক্ষী হাজির করার কথা রয়েছে।

সাক্ষ্যগ্রহণ চলাকালে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।

অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়।

গ্রেনেডের  আঘাতে আহত হন কয়েকশ নেতাকর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।