ঢাকায় কুকুর পিটিয়ে হাজতে তিন যুবক

বেওয়ারিশ কুকুরের উপর নিষ্ঠুরতার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 04:02 PM
Updated : 7 July 2015, 05:08 PM

পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের জন্য শাস্তির উদাহরণ থাকলেও বাংলাদেশে এটিই ‘প্রথম’ আটকের ঘটনা বলে দাবি করছে প্রাণী সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসা সংগঠন ‘অভয়ারণ্য’।

রামপুরা থানার এসআই জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রথম দফায় শোভন ও ইমরান নামে দুই যুবককে আটক করা হয়েছে।”

পরে রাতে জনি নামে আরও এক যুবককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক সপ্তাহ আগে ফেইসবুকের একটি পোস্ট থেকে ওই কুকুরকে মারধরের বিষয়টি আমরা জানতে পারি। রামপুরায় কয়েকটি ছেলে একটি কুকুরকে নিষ্ঠুরভাবে পিটিয়েছে। সেই কুকুরটি অবস্থা খুবই খারাপ ছিল। আমরা চিকিৎসা দিয়ে কুকুরটি সুস্থ করে তুলি।”

এ ঘটনায় প্রাণী সুরক্ষা আইনে তারা একটি মামলা করেছিলেন বলেও জানান অভয়ারণ্য সভাপতি।

রুবাইয়া বলেন, “এ ধরনের ঘটনায় মামলা নেওয়ার তেমন নজির দেখা যায় না। তবে বিভিন্ন ভাবে চাপ দেওয়ার পর পুলিশ আমাদের মামলাটি নিতে রাজি হয়।”

জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা বন্ধে আটকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

“আমরা চাই এদের শাস্তি হোক যেন সমাজে দৃষ্টান্ত স্থাপিত হয় যে কেউ চাইলেই প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে না।” 

প্রাণী সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি নিজেদের ফেইসবুক পেইজেও সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকে সংগঠনটি।