চট্টগ্রাম জামায়াত নেতা শামছুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

দ্রুত বিচার আইনের এক মামলায় চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামসহ ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 02:48 PM
Updated : 7 July 2015, 02:48 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে এ অভিযোগ গঠন হয়।

আ ন ম শামসুল ইসলামসহ সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী মোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় আ ন ম শামসুল ইসলামসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

২০১২ সালের ১৩ মে নগরীর নাসিমন ভবনের নগর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় নগরীর কোতোয়ালী ও খুলশী থানায় একাধিক মামলা হয়।

এর মধ্যে নগরীর ওয়াসা মোড়ে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।

ওই মামলায় জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।