স্পিকারের ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দেওয়া ইফতারে অংশ নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 02:20 PM
Updated : 7 July 2015, 02:20 PM

মঙ্গলবার সংসদ এলাকার এলডি হল চত্বরের ইফতারে প্রধান বিচারপতি এস কে সিনহা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও অংশ নেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্পিকার তাদের অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার  টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ইফতারে অংশ নেন।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল সপরিবারে ইফতারে অংশ নেন।

প্রধান হুইপ আসম ফিরোজসহ সংসদ সদস্যরা ইফতারে ছিলেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।