পাবনায় ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 01:32 PM
Updated : 7 July 2015, 01:32 PM

মঙ্গলবার পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গাজী রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আব্দুল মোমিন (৩২) সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের জামাত আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুস সামাদ রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুস সামাদ রতন বলেন, ২০০৫ সালের ১২ জুন ভজেন্দ্রপুর গ্রামের লালু প্রামানিকের কিশোরী মেয়ে শরীফা খাতুনকে (১৫) ধর্ষণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় লালু প্রামানিক বাদী হয়ে আব্দুল মোমিন ও আব্দুস ছালামকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।