কেরানীগঞ্জে ধসে পড়েছে নির্মাণাধীন ভবন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে নির্মাণাধীন একটি চার তলা ভবনের বেশির ভাগ অংশ ধসে পড়েছে।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 07:06 AM
Updated : 7 July 2015, 09:27 AM

এতে পাশের একটি টিনের ছাউনি দেওয়া বসতঘর ক্ষতিগ্রস্ত হলেও ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের বাড়িটি ধসে পড়ে।

কেরাণীগঞ্জের নির্মাণাধীন এই চার তলা ভবনটির বেশিরভাগ অংশ পাশের পুকুরে ধসে পড়েছে

ভবনটির কিছু অংশ ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের টিনের ঘর

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন চার তলা ভবনটির তিন তলা পর্যন্ত ধসে পড়েছে। বেশিরভাগ অংশ পড়েছে পাশের একটি পুকুরে। কিছু অংশ আরেক দিকে টিনের ঘরের ওপর পড়ায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

“ভবনটি পকুরের পাড় ঘেঁষে নির্মাণ করায় মাটি নরম ছিল। পাইলিংয়ের দুর্বলতার কারণেও সেটি ধসে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও ওসি জামাল উদ্দিন জানান।