নওগাঁয় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

নওগাঁ সদর উপজেলায় এক বাড়ির সেপটিক ট্যাংকে নেমে ‘গ্যাসের বিষক্রিয়ায়’ এক নির্মাণ শ্রমিক ও গৃহকর্তার ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 03:40 AM
Updated : 7 July 2015, 12:49 PM

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গোয়ালী গ্রামে তয়েজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন তয়েজ উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন (২২), তয়েজের ভাই দিলবর হোসেন (৪৫) ও তাদের প্রতিবেশী মো. বাবু হোসেন (৩২)। 

নির্মাণ শ্রমিক রতন হোসেনের (৩০) বাড়ি রঘুনাথপুর গ্রামে।

নওগাঁয় এই সেপটিক ট্যাংকে নেমে মঙ্গলবার সকালে চাররজনের মৃত্যু হয়

নওগাঁর গোয়ালী গ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যুর পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্যাংকের ঢালাইয়ের শাটারিং খুলতে এক শ্রমিক সকালে ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে উদ্ধারে একে একে বাকিরাও ট্যাংকে নামেন।”

সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যুর পর স্বজনদের আহাজারি

নওগাঁর গোয়ালী গ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যুর পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে বলে ওসির ধারণা।

ট্যাংক থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।