স্কুল-কলেজে ভূমিকম্পের মহড়ার নির্দেশ

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরে দুইবার ভূমিকম্পের মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 06:26 PM
Updated : 6 July 2015, 06:26 PM

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সোমবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৬ মে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত দুইবার ভূমিকম্পের মহড়া আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত ২৫ এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়। ওই সময় বাংলাদেশেও কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়।