১২ জুলাইয়ে মধ্যে বেতন-বোনাস চান শ্রমিকরা

ঈদের আগে ১২ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন, ঈদ বোনাসের পাশাপাশি পাওনা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক ঐক্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 05:40 PM
Updated : 6 July 2015, 05:40 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে শ্রমিক ঐক্যের নেতারা এ দাবি জানান।

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ করা না হলে ঈদের পর দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা।

ন্যূনতম মাসিক মজুরি দশ হাজার টাকা ধরে শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে মজুরি কমিশন ঘোষণারও দাবি জানানো হয় সভায়।

শ্রমিক নেতারা প্রশ্ন রাখেন, সরকারি কর্মচারীদের মজুরি দ্বিগুণ হলে কারখানার শ্রমিকদের মজুরি কেন দ্বিগুণ হবে না।

শ্রমিক ঐক্যের সমন্বয়কারী আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আলমগীর মজুমদার, শ্রমিক ঐক্যের সদস্য সচিব কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বক্তব্য রাখেন।