প্রাথমিকের শিক্ষকদের সদরে বদলিতে নিষেধাজ্ঞা

জেলা সদরের স্থায়ী বাসিন্দা নয় প্রাথমিক বিদ্যালয়ের এমন শিক্ষকদের সদর উপজেলা ও সদর পৌরসভায় বদলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 04:42 PM
Updated : 6 July 2015, 04:42 PM

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, কয়েক মাস আগে শিক্ষক বদলির নীতিমালা সংশোধন করে জেলার সদর উপজেলা ও জেলার সদর পৌরসভায় শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হয়।

“এরপর এসব এলাকায় বদলি ও সংযুক্তির জন্য অনেক শিক্ষকের আবেদন জমা পড়ে। সংসদ সদস্যরাও বিষয়টি নিয়ে আপত্তি জানান। সবকিছু বিবেচনা করে ওই এলাকার স্থায়ী বাসিন্দা নয় এমন সহকারী শিক্ষকদের বদলিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

তবে কেউ যদি জেলা সদর বা সদর পৌরসভা ছেড়ে বাইরে যেতে চান সে পথ উন্মুক্ত রয়েছে।

অতিরিক্ত সচিব জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বল্পতা থাকায় জেলার সদর উপজেলা ও সদর পৌরসভায় প্রধান শিক্ষকরা বদলি হতে পারবেন।

এছাড়া আগের মতো সবগুলো সিটি করপোরেশনে প্রাথমিকের শিক্ষকদের বদলিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলেও জানান তিনি।