জামাতার বিরুদ্ধে শাশুড়ি খুনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জামাতার বিরুদ্ধে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 01:22 PM
Updated : 6 July 2015, 03:57 PM

সোমবার দুপুরে নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন মার্জিয়া বেগম (৪৫)। তিনি সৌদি প্রবাসী মো. শাহজাহান মিয়ার স্ত্রী।

ঘটনার পর জামাতা মো. আনোয়ার হোসেন (৩৫) পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন শাশুড়িকে ছুরি দিয়ে এলাপাথাড়ি আঘাত করে।

এ সময় মার্জিয়ার মেয়ে সানিয়া আক্তার (২৪) তাকে রক্ষা করতে গেলেও তিনিও জখম হন।

পরে সানিয়ার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে আনোয়ার হোসেন পালিয়ে যায়।

ওসি আরও জানান, এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মার্জিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আফরোজা সুলতানা।

ডা. আফরোজা সুলতানা জানান, মার্জিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

প্রতিবেশী সাহেদ আলীর ছেলে আনোয়ারের সঙ্গে কয়েকবছর আগে সানিয়ার বিয়ে হয়। আনোয়ার সস্ত্রীক শ্বশুরবাড়িতেই থাকত।

বেশ কিছুদিন ধরে জামাতার সঙ্গে শাশুড়ির জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।