চট্টগ্রামে দুই গাড়িতে মিলল ২৬টি সোনার বার

চট্টগ্রামে দুটি বাহনে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:59 PM
Updated : 6 July 2015, 01:00 PM

সোমবার বিকালে পাঁচলাইশ থানার ফরেস্ট একাডেমি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. নিজাম উদ্দিন (২৬), মো. শাহজাহান ওরফে বাবুল (২১), মো. বাহাদুর (৩০), কায়ছার বিন ইউনুস (২৪), মো. হাসান (৩২) ও সোহেল ফয়সাল (২৪) ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, প্রতিটি বারের ওজন ১০ তোলা। আনুমানিক বাজার মূল্য মোট এক কোটি চার লাখ টাকা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফরেস্ট একাডেমি গেইটে একটি প্রাইভেট কার ও অটো রিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে শাহজাহান, বাহাদুর ও নিজাম প্রাইভেট কারে এবং অন্য তিনজন অটো রিকশায় ছিলেন।  

প্রাইভেট কারে থাকা তিনজনের কাছে আটটি এবং অটোরিকশার আরোহীদের কাছে ১৮টি সোনার বার পাওয়া যায় বলে সহকারী কমিশনার জানান।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান বলেছেন, সকালে তিনি দুবাই থেকে চট্টগ্রামে আসার সময় ১৪টি বার নিয়ে এসেছেন।”

গ্রেপ্তার সবাই একই চক্রের সদস্য কিনা এবং কার কাছ থেকে ওই সোনা সংগ্রহ করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল- সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা দীপক।